প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি ফ্যন্সিস রোডের বাচ্চু বাংলো পাহাড়ের একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রঃ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)। এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত এলজি, ৬টি কার্তুজ, ২টি স্টিলের তৈরী টিপ ছোরা, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।