চট্টগ্রাম

বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০৭:০৩ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই সাখাওয়াত হোসেন ও এসআই মো. মোরাদ হোসেনর সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে উপজেলার পুকুরিয়া, বাহারছড়া, শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের পুত্র মো. ইদ্রিস (৩০), বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম ফয়েজের পুত্র মো. মমতাজ উদ্দিন (৩৫), শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাপলা পাড়া এলাকার রফিক উদ্দিনের পুত্র জমির হোসেন (১৯)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘উপজেলার বাহারছড়া, পুকুরিয়া, শীলকূপ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পুলিশের বিশেষ টিম গতরাতে নাশকতা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

আরও খবর

Sponsered content