প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৩:৫৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ উপায়ে গ্যাস ‘ক্রস ফিলিং’ করার খবর পেয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৬৭০ টি সিলিন্ডার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি।
সোমবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি গুদাম ঘরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর পেয়ে অভিযান চালিয়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সময় ৬৭০টি সিলিন্ডার জব্দ করি।