দেশজুড়ে

“অপারেশন ডেভিল হান্ট”এ বান্দরবানে আটক দুই, গ্রেফতার আতংকে সাবেক মন্ত্রী বীর বাহাদুর

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫২:১০ প্রিন্ট সংস্করণ

"অপারেশন ডেভিল হান্ট"এ বান্দরবানে আটক দুই, গ্রেফতার আতংকে সাবেক মন্ত্রী বীর বাহাদুর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ  বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ সহ দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।

স্থানীয়দের দেয়া তথ্য মতে মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বিকালে জেলা সদরের বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

আটক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঝুন্টুর বিরুদ্ধে  বিগত ৫ আগষ্ট পরবর্তী  নাশকতা  মামলা দায়ের করে ছাত্র-জনতা এছাড়া নাশকতার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে আটক হয়  জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  সেলিম রেজা।

আটকের বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়েছে,আইনগত কার্যক্রম শেষে তাদের দুই জনকে  লীগ কারাগারে পাঠানো হয়েছে।

বিগত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতাই আত্মগোপনে চলে যান।

তথ্য সুত্রে জানাযায় আত্মগোপনে চলে যাওয়া অনেক আওয়ামী লীগ নেতাই ঢাকা ও চট্টগ্রামের অভিযাত এলাকায় ফ্লাট ভাড়া করে পরিবার নিয়ে বসবাস করছেন।

মামলা ও আটকের ভয়ে বান্দরবান থেকে পালিয়ে গেলেও তাদের বিশ্বস্থ মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে পরিচালনা করছেন এখানে নিজেদের ব্যাবসা প্রতিষ্ঠান।

এছাড়া বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা মামলা পরবর্তী আদালতে আত্মসমর্পণ করে জামিনে আছেন। 

প্রসঙ্গত গত ৮ ফেব্রুয়ারী অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত “অপারেশন ডেবিল হান্ট” পরবর্তী যৌথবাহিনীর অভিযানে এই প্রথম বান্দরবানে আটক হলো দুই আওয়ামী লীগ নেতা।

ধারণা করা হচ্ছে চলমান “অপারেশন ডেবিল হান্ট” এ আটক হতে পারেন  বিগত আওয়ামী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক  মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য  বীর বাহাদুর উশৈসিং।

এদিকে গত ৫ই আগস্ট পরবর্তী বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতা পালিয়ে গেলেও স্থানীয় সুত্রে জানাযায় এখনো পর্যন্ত নিজ বাড়িতেই অবস্থান করছেন বিগত আওয়ামী সরকারের সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

এদিকে গত ৬ই ফেব্রুয়ারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বীর বাহাদুর ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।পরিবারের অন্য সদস্যরা হলেন সহধর্মিনী, মেহ্লা প্রু, তাদের তিন সন্তান উসিং হাই রবিন বাহাদুর, থোওয়াই শৈ ওয়াং এবং কন্যা ম্যাম্যা খিং ভেনাস।মন্ত্রীর দুই পুত্র বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content