প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাহমিনা আক্তার (৩০) নামে তিন সন্তানের এক জননীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার ওই গ্রামের প্রবাসী মো. আরিফের স্ত্রী এবং রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মৃত মোঃ কামাল উদ্দীনের মেয়ে।
নিহতের মামা মো. হারুন বলেন, ‘সোমবার সকালে তাহমিনার দেবর আমাকে ফোন করে বলে আমার ভাগনি আত্মহত্যা করেছে। গিয়ে দেখি খাটের মধ্যে আমার ভাগনির মৃতদেহ পড়ে আছে। গত ৯ ফেব্রুয়ারি আমার ভাগনির প্রবাসী দেবর মো. কায়সার (৩২) এবং ননদ রুবি আক্তার (৩০) দেশে আসে। তারা দুজনেই তাহমিনাকে মিথ্যা পরকীয়ার অপবাদ দেয়। সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর-ননদ পালিয়ে গেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।