প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৫:০৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহারের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুইটি অটো রাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে।
গত সোমবার বিকালে উপজেলার বুলার তালুক ও বাগিচাহাট এলাকায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
অভিযানে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে বুলার তালুক এলাকার আল মদিনা অটো রাইস মিলকে বিশ হাজার এবং বাগিচাহাট এলাকার আল্লাহর দান অটো রাইস মিলকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহারের লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। এ আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া, পোল্ট্রি ও ফিসফিডসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।” অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।