প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৭:৪১ প্রিন্ট সংস্করণ
“নতুন পানিতে সফর এবার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দৈনিক যুগান্তর ২৫ পেড়িয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে আশুলিয়ায় রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার।
যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মো: মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো: জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো: শরীফ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: লিটন গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হালিম মন্ডল ও আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো: জাহিদ হাসান শিকদার।
মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ ই আগস্ট এর পরে ও আগে দৈনিক যুগান্তরের রিপোর্ট দেশের মানুষকে সঠিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছে। বাংলাদেশের একটি সাহসী পত্রিকার মধ্যে যুগান্তর অন্যতম। যুগান্তরের সকল সাংবাদিকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস’র সাভার প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ এর আশুলিয়া প্রতিনিধি মো: মশিউর রহমান, বিডি লাইভ ২৪ ডট কম এর সাভার উপজেলা প্রতিনিধি মো: শাকিল শেখ ও রাজধানী টিভির আশুলিয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল মনির প্রমুখ।