প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:২১:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী বাঁশখালী উপজেলার ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা এবং ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাঁশখালী পৌরসভাস্থ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসার হলরুমে উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্টিত হয়।শুরুতে দারুসুল কুরআন পেশ করেন অধ্যাপক মাওলানা শহিদুললাহ।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন সিকদার, বাঁশখালীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, শ্রমিক কল্যাণ বাঁশখালীর সহ-সভাপতি বজল আহমেদ, কামাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল আলম, ফৌজুল আজিম, কাজী এমরানুল হক, আব্দুল মোনায়েম তালুকদার , দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক আবুল কাসেম সোহাগ, সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক রেজাউল করিম, কর্মসংস্থান সম্পাদক আব্দুল আহাদ।
এ সময় শ্রমিক কল্যাণের বিভিন্ন ইউনিয়ের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।