চট্টগ্রাম

বড়ঘোনা দারুল হিকমা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১৫:১৯ প্রিন্ট সংস্করণ

বড়ঘোনা দারুল হিকমা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব-বড়ঘোনা এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও বার্ষিক পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মাদরাসার মাঠে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় মাদরাসার সুপার মাওলানা নেজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী, দারুল হিকমা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ।

মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছ ফারুক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পুঁইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাও আবুল বশর, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক এস.এ.এম আতহার ইকবাল, মায়মুনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. ওমর ফারুখ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ইভেন্টে  পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ শেষে বিদায় শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content