চট্টগ্রাম

রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার দাখিল-আলিম পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২০:৫৪ প্রিন্ট সংস্করণ

রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার দাখিল-আলিম পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

বাঁশখালী পৌরসভাস্থ দক্ষিণ জলদি রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ২০২৫ সালের দাখিল ও আলিম পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসার মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মীম সিদ্দিক ফারুকী।

মাদরাসার সিনিয়র শিক্ষক এমরান বাচ্চু এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা এশফাকুর রহমান শওকী, অধ্যাপক এস.এ.এম আতহার ইকবাল, অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, প্রভাষক মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক মাস্টার আজিজুল হক, লাইব্রেরিয়ান মুহাম্মদ বোরহান উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক নুরুল কুদ্দুস, প্রভাষক আরমান হাকিম, মাও আবুল কাশেম নুরী, মাও জাকারিয়া, মাও মোজাম্মেলুল হক, মাও নুরুল কাদের সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

উপস্থিত অতিথিরা দেশ ও জাতী গঠনে নৈতিক শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে উদ্ধুদ্ধ করেন। এসময় পরিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন তারা।

আরও খবর

Sponsered content