প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৬:১১ প্রিন্ট সংস্করণ
বিদেশে অনুদান বন্ধ করে বরখাস্ত করা হল আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড) ১,৬০০ জনেরও বেশি কর্মীকে।
এক বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, আমেরিকার বাইরে কর্মরত এই সংস্থার আরো বেশ কয়েকজন কর্মীকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ইউএসএইড’র এক কর্মীকে পাঠানো ইমেলে বলা হয়েছে- আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্মীসংখ্যা কমাতে আপনাকে বরখাস্ত করা হচ্ছে।
ইমেলটিতে আরো বলা হয়েছে, যারা ওই ইমেল পেয়েছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবাইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে সংস্থার শীর্ষস্থানীয় নেতাকর্মীদের এখনো ছাঁটাই করা হয়নি।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইউএসএইড কর্মীদের কাছে পাঠানো নোটিস অনুসারে ২৩ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট থেকে সংস্থার মূল নেতৃত্ব এবং বিশেষ কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা বাদে বিশ্বের সব ইউএসএইড কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে।
গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরেই ৯০ দিনের জন্য বৈদেশিক সাহায্য বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। অনাহার, অপুষ্টি ও অন্য দুরারোগ্য রোগের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে বিশ্বজুড়ে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া- সব কর্মসূচির জন্য তহবিল বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, সম্প্রতি ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতর ভারতের ২.১০ কোটি ডলারের (১৮২ কোটি রুপি) অনুদানও বাতিল করে দেয়।
আমেরিকার দাবি, এই টাকা দেওয়া হতো ভারতে ভোটের হার বৃদ্ধি করার জন্য। ট্রাম্পের বক্তব্য, তার পূর্বতন জো বাইডেন সরকার ভারতকে এই অনুদান দিতো। এখন আর এই অনুদানের প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না ট্রাম্প প্রশাসন।