চট্টগ্রাম

চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে-২৫’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক, সাবেক আমীর মর্তুজা আলী, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, মোজাম্বিক প্রবাসী শাহাদাত হোসাইন, সমাজ সেবক শাহাদাত হোছাইন, বাঁশখালী বোট মালিক সমিতির সেক্রেটারী আব্দুস শুক্কুর কোম্পানী, ইউপি সদস্য সোহেল ইকবাল আদর, উপজেলা যুব সেক্রেটারী জসিম উদ্দিন, চাম্বল ইউনিয়ন যুব সেক্রেটারী মাস্টার এহসান উল্লাহ, শীলকূপ ইউনিয়ন  যুব সভাপতি এনামুল হক রাহাত, মুহাম্মদ মহি উদ্দিন, শাহেদুল ইসলাম, আব্দুর রহিম, মোবারক হোসাইন, আনিছুর রহমান, কফিল উদ্দিন প্রমূখ।

আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চাম্বল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড একাদশ ২-০ গোলে চাম্বল ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।