চট্টগ্রাম

চসিক’র বাজার মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ

চসিক’র বাজার মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে কারসাজি না হয় সেটি মনিটরিংয়ে কঠোর হওয়ার সিন্ধান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের উদ্যোগে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে যৌথ সভায় সিটি মেয়র সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, অথচ বাংলাদেশে ঠিক উল্টোটা ঘটে। রমজান এলেই দাম বেড়ে যায়, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি সংযমের মাস। যদি আমরা এই মাসেও নৈতিক চরিত্র ঠিক রাখতে না পারি, তবে আর কোনো সুযোগ নেই। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায্য ব্যবসা ও সততার পথ অনুসরণ করতে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দিচ্ছে, যা একেবারেই অনৈতিক।

যৌথ সভায় বিভিন্ন প্রতিনিধি আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে, সড়কে অবৈধভাবে বসা হকার উচ্ছেদ করা,পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং এর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, যাতে ক্রেতা-বিক্রেতার মধ্যে কোনো অনিয়ম না হয়, পণ্যের সাপ্লাই চেইন সঠিকভাবে পরিচালনা করা, যাতে প্রয়োজনীয় পণ্য সময়মতো বাজারে আসে এবং পণ্যের অভাব বা সংকট যাতে না ঘটে, আমদানি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবস্থা গ্রহণ, যাতে আমদানি পণ্যের দাম বাড়ানো না হয়, রমজান মাসে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, যাতে বাজারের দিকে যাতায়াতে সমস্যা না হয়, পণ্যের ওজন সঠিকভাবে দেওয়া নিশ্চিত করা, যাতে ক্রেতারা ন্যায্য পরিমাণ পণ্য পায়।

সভায় উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল।

আরও খবর

Sponsered content