চট্টগ্রাম

বোয়ালখালীতে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৫:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র রমাদান মাসের আগমন উপলক্ষে রমাদানকে স্বাগত জানিয়ে রমদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবীতে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও বোয়ালখালী পৌরসভা শাখা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বোয়ালখালী বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও বোয়ালখালী পৌরসভা শাখার নেতৃত্বে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর হতে একটি শান্তিপুর্ণ মিছিল শুরু হয়ে বোয়ালখালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ‍্য দিয়ে শেষ হয়৷ সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা আরিফ উর রশিদ। 

এ সময় বক্তারা বলেন, সরকার এবং ব্যবসায়ীদের প্রতি সকল সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার এবং প্রশাসন কে নিয়মিত বাজার মনিটরিং করার অনুরোধ করেন, বিদ্যুৎ বিভাগকে লোডশেডিং না করার অনুরোধ জানানো হয়, যেন মানুষ যথাযথ ভাবে ইফতার, সাহরি, তারাবীহ সহ অন্যান্য ইবাদত যথাযথ ভাবে পালন করতে পারেন।

সাধারণ জনগণকে মাহে রামাদানের পবিত্রতা রক্ষা করা এবং মাদক, জুয়াসহ সকল প্রকার অন্যায় জুলুম হতে বিরত থাকার আহবান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য জনাব আরিফ উর রশিদ,বোয়ালখালী উপজেলা শাখার আমীর ডা.খোরশেদ আলম, পৌরসভার আমীর মুহাম্মদ হারুন,উপজেলা সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলার নায়েবে আমীর ও চট্টগ্রাম-০৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডা. আবু নাছের, উপজেলার অর্থ সম্পাদক আব্দুল মান্নান, বোয়ালখালী উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, পৌরসভার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল মনসুর, রফিকুল ইসলাম খসরু, কর্মপরিষদ সদস্য সাইদুল আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোয়ালখালী সদর শাখার সভাপতি ফয়েজুল্লাহ, পূর্বের সভাপতি গিয়াস উদ্দিন, দক্ষিণের সভাপতি আব্দুর রহিমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

আরও খবর

Sponsered content