চট্টগ্রাম

চন্দনাইশে জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও সভা

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৫:৪২:৩১ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও সভা

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। 

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। 

সভায় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কুতুবউদ্দিন, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার উদ্দিন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

আরও খবর

Sponsered content