চট্টগ্রাম

লোহাগাড়ায় ঠাকুর দীঘি বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৬:৩৩:৫০ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়ায় ঠাকুর দীঘি  বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় বিভিন্ন অপরাধে  ৫ জন ব‍্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার  (৬ মার্চ) বিকেলে উপজেলার ঠাকুরদীঘি  বাজারে এ অভিযান পরিচালনা করা  হয়। 

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  ইনামুল হাসান।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, মোহাম্মদ মিয়া স্টোর ২,০০০, মাস্টার স্টোর ১০,০০০, হোসেন স্টোর ২,০০০, মওলানা স্টোর ৩,০০০,সরওয়ার স্টোরকে১,০০০ হাজার টাকা। সর্বমোট ১৮,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাসান বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান  অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

আরও খবর

Sponsered content