ঢাকা

‘রিসার্চ ফর লাইফ’ প্রোগ্রামের নিবন্ধন পেলো গোবিপ্রবি

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৬:৩৭:১৫ প্রিন্ট সংস্করণ

‘রিসার্চ ফর লাইফ’ প্রোগ্রামের নিবন্ধন পেলো গোবিপ্রবি

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের গবেষণাকর্মে বিশেষ সুবিধা প্রদানে রিসার্চ ফর লাইফ (Reasearch 4 Life) প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার (১০ মার্চ) আন্তর্জাতিক গবেষণা সহযোগী এই প্রতিষ্ঠানের নিবন্ধন পায় বিশ্ববিদ্যালয়টি।

ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসানের প্রচেষ্টায় এবং উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েলের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক এই প্লাটফর্মের নিবন্ধন পেলো বিশ্ববিদ্যালয়টি। ড. নিয়াজ আল হাসান জানান, রিসার্চ ফর লাইফ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার মধ্যদিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো।

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তারাও এলসিভিয়ার, স্প্রিঞ্জার, এসিএস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতো প্রায় ১৫০টি খ্যাতনামা পাবলিশারদের তালিকা থেকে যেকোনো আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি সকল পাবলিশারের জার্নালে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে রিসার্চ আর্টিকেল জমা দিলে Reasearch4Life প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকায় আর্টিকেল প্রসেসিং চার্জ (APC) দিতে হবে না।

আরও খবর

Sponsered content