চট্টগ্রাম

বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসণে সচেতনতামূলক আলোচনা সভা

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৭:০১:০৪ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসণে সচেতনতামূলক আলোচনা সভা

চট্টগ্রাম দক্ষিণ ও উপকূলীয় বন বিভাগের হাতি বিষয়ক সুরক্ষা দল-২ এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসণ ও বন্য হাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নুরজাহান, ফরেস্ট রেঞ্জার ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. রাসেল মাহমুদ সহ বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ এবং বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

হাতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘হাতি প্রকৃতির বন্ধু এবং হাতি পরিবেশের ভারসাম্য বজায় রেখে বন টিকিয়ে রাখতে সহযোগিতা করে। কৃষি জমির চারপাশে যেনো বৈদ্যুতিক তারের ফাঁদ এবং অবৈধ বৈদ্যুতিক সংযোগ না থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সকলকে আহ্বান করেন তারা।

আলোচবা সভার শেষে হাতি সুরক্ষা দল-২ কর্তৃক নাপোড়া বাজারে হাতি সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।