প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৭:১০:২১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) আশুলিয়া উপ-শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে রেনেটা পিএলসি’র ব্যনারে এই সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আশুলিয়ার ফার্মাসিস্টদের অংশগ্রহণে, রোলাক, এ্যালজিন, ফিউরোক্লাভ, অরসেফ, ফেনাডিন, ম্যাক্সপ্রোমাফস ও ফিরোস্যাভ সহ আরও অনেক ওষুধের গুণগতমান ও কার্যকরীতা তুলে ধরেন ডা: আদনান রহমান।
বিসিডিএস এর আশুলিয়া উপশাখা কমিটির সভাপতি সাংবাদিক মো: জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনাটা পিএলসি’র ডেপুটি সেলস ম্যানেজার মো: নিজাম উদ্দিন।
সংগঠনটির সদস্য মো: শাজাহান হোসেন সুজনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, রেনেটা পিএলসির এরিয়া ম্যানেজার (আশুলিয়া) আব্দুল খালেক, বিসিডিএস’র সহ-সভাপতি মো: নূরউদ্দিন পাটোয়ারী, মো: জাহিদ হাসান খান, মোর্শেদ আলী শিকদার পাপ্পু ও সদস্য শামীম আহমেদ সহ আরও অনেকে। সবশেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণ কর হয়।