প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৩:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণমানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি আবর্তিত। মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করার নামই রাজনীতি। সুবিধা বঞ্চিত খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোঁটানোর চেয়ে আনন্দ আর কিছুতে নেই। যারা এতবছর এদেমের মানুষের রক্ত চুষে খেয়েছে তারা আজ বিতাড়িত। আর কখনও বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নগরীর লালখান বাজারস্থ আমিন সেন্টারের পাশে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপি রমজানের শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতে এ কার্যক্রম আরও গতিশীল হবে ইনশাল্লাহ।
মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ইউছুপ জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, মহানগর মহিলাদলের সি. সহ সভাপতি ছকিনা বেগম, সহ সভাপতি মারিয়া সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, ফারহানা রোজা প্রমুখ।