চট্টগ্রাম

বাস চাপায় নিহত রুহুল আমিনের পরিবারে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৫:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ

বাস চাপায় নিহত রুহুল আমিনের পরিবারে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় নিহত ব্যাটারি চালিত অটোরিকশা চালক রুহুল আমিনের পরিবারের মাঝে চন্দনাইশ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে জামিজুরী এলাকায় চানগাজি বাড়িতে নিহতের ঘরে গিয়ে তার মেয়েদের সান্ত্বনা দেন এবং নগদ অর্থ তুলে দেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল, দক্ষিণ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব বাবু খান, সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা নুরুল কবির, আল মাহমুদ হিরু, উপজেলা যুবদল সদস্য সচিব নেছার উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদল সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য ফরিদুল আলম, মো. শাহজাহান, দোহাজারী পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার হোসেন, সদস্য সচিব আব্দুল মাজেদ, ছাত্রনেতা মো. তারেক, হিরু প্রমুখ।

পরে একই দুর্ঘটনায় নিহত মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী ও ওয়াকার উদ্দীন আদিলের শোকাহত পিতা মো. জসিম উদ্দীনকে শান্তনা দিতে যান তারা। 

আরও খবর

Sponsered content