প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৫:২২:২৮ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মৃত মেয়ের ১ম কুলখানিতে ১শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উম্মে হাবিবা মোজাহেদুল ইসলাম দম্পতি। শনিবার সকালে রমজানের শুরুতে হরিতকীডাঙ্গা ও আঙ্গরত কলোনী, তেলিপাড়া এলাকায় ১শত অসহায় পরিবারের প্রত্যেককে ৩ কেজি করে আটা বিতরণ করেন প্রয়াত কন্যা উম্মে বাশিরা জান্নাত এর মা উম্মে হাবিবা ও বাবা মোজাহেদুল ইসলাম। এ সময় স্থানীয় ইউপি সদস্য রেহেনা পারভীন, স্থানীয় হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দম্পতি বেনীদুয়ার এলাকার হরিতকীডাঙ্গার স্থায়ী বাসিন্দা।
দম্পতি উম্মে হাবিবা ও মোজাহেদুল জানান, আমাদের মেয়ে গত বছরের রমজানের প্রথম দিনে মারা গেছে, তার কুলখানি ঘটা করে না করতে পারায় বর্তমান করোনা ভাইরাস সংক্রমের প্রভাবে কর্মহীন ও গৃহবন্দি অসহায় মানুষের তালিকা করে ৩টি গ্রামের ১শত দরিদ্র পরিবারকে সাধ্যমতদেবার চেষ্টা করেছি। এ সময় তারা তাদের প্রয়াত মেয়ে উম্মে বাশিরা জান্নাত’র মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।