রংপুর

মাস্ক না পরায় চিরিরবন্দরে ১৩ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৬:১৪:১১ প্রিন্ট সংস্করণ

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার ও উপজেলা সদর বাজারে ২৫ জনকে ২৫ মামলায় মোট ১৩ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান। এ বিষয়ে নির্বাহী ম্যাজিট্রেট ইরতিজা হাসান বলেন, করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান আব্যহত থাকবে।

আরও খবর

Sponsered content