প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৬:৩৪:৫১ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থার স্বকল্প সোসাইটি উদ্যোগে এবং জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় শারিরীক শিশু প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাচ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী ডিকে ক্লাবের হলরুমে উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বকল্প সোসাইটির সভাপতি তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক এম এ কাইয়ুমসহ স্বকল্প সোসাইটির সকল কর্মকর্তা-কর্মচারীগণ। এবার ৬ জন শিশু প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ৭জন প্রতিবন্ধিদের মাঝে ক্র্যাচ বিতরণ করা হয়।