প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৭:৫৭:৫৯ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌরসভায় বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার পরিদর্শন করেন। পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান। এ সময় বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাছান উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার প্রথমেই পৌরসভার বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এরপর তিনি পৌর মেয়রের কক্ষে বসে পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ, প্যানেল মেয়র মাহবুবুজ্জামান স্বপন, কাউন্সিলর তরুন কর্মকার, হাফিজ আল মাহমুদ, দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম. সিমা বেগম, তাসলিমা বেগম উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার পৌরসভার কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।