ঢাকা

স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ১:৫৮:০২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের ভোজরগাতী-বাজুনিয়া সংযোগ খালের রাস্তা, বাজুনিয়া পঞ্চপল্লী বঙ্গবিহারী উচ্চ বিদ্যালয়ের পিছনে ও খাস জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির বনজ প্রায় ৩ লক্ষ টাকার সরকারি গাছ কেটেছেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সুশীল বিশ্বাস স্বপন ও প্রধান শিক্ষক তরুণ কান্তি মজুমদার। গ্রামের একটি কুচক্রী মহল তাদেরকে এ কাজে সহায়তা করেন বলে গণমাধ্যমে অভিযোগ করেন এলাকাবাসী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি গাছ কাঁটতে আমরা এলাকাবাসী বাঁধা দিলে আমাদেরকে স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভয়-ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে, এলাকার ১০/১২ জন অভিযোগ করেন, বাজুনিয়া পঞ্চপল্লী বঙ্গ বিহারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুশীল বিশ্বাস স্বপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কান্তি মজুমদারের ইন্ধনে এ গাছগুলো কাঁটা হয়। এসব গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হবে। এ বিষয়ে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইব্রাহিম মোল্লা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান অভিযোগকারীরা।

 

আরও খবর

Sponsered content