দেশজুড়ে

পাইকগাছায় উপ-নির্বাচনে দলীয় দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমার শেষ দিন বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার কামালউদ্দীন আহম্মেদ এর নিকট পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আনোয়ার জাহিদ রবিন, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগনেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, বিভূতি ভূষন সানা, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, কৃষ্ণপদ মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, যুবলীগনেতা শেখ শহীদ হোসেন বাবুল, অহেদুজ্জামান মোড়ল, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, জগদীশ চন্দ্র রায়, দীপংকর মন্ডল, মানবেন্দ্র মন্ডল, মফিজুল ইসলাম, ইদ্রিসুর রহমান, আব্দুল গফফার মোড়ল, সালাউদ্দীন কাদের, কবির উদ্দীন, নাজমা কামাল, শেখ জুলি, ফাতেমা তুজ জোহরা রুপা, শওকত হাওলাদার, ছাত্রলীগনেতা এসএম মশিয়ার রহমান, রায়হান পারভেজ রনি, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, সৌরভ গাইন, আব্দুর রহিম, রসুল গাজী, মাহবুবুর রহমান নয়ন, আব্দুল্লাহ আল-মামুন।

অপরদিকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, শেখ শামছুল আলম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, আসলাম পারভেজ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, সাইফুল ইসলাম তারিক, শেখ গফুর, আতাউর রহমান, আবুল বাশার বাচ্চু, আছাদুজ্জামান কাগুজি, সুজিত মন্ডল, সরদার তোফাজ্জেল হোসেন, আছাদুজ্জামান ময়না, আনোয়ারুল কাদির, মফিকুল ইসলাম টাকু, আবু মুছা, মেসের আলী সানা, আবু হানিফ, কলিঙ্গ রাজ, হাবিবুর রহমান, সায়েদ আলী বাবলা, কাজী সিরাজ, মোঃ কামরুল ইসলাম, সরদার জুয়েল, বাদল মোড়ল, শাহ আলম, ইসরাফিল আহমেদ, নাজমুল হুদা মিন্টু, সাধু চয়ন বিশ্বাস, মোস্তাকিম গাজী, আবু ইসহাক, আব্দুল হাকিম, বাবুল সরদার, সুমন গাজী, শহীদ, নূর আলী গোলদার, আমিনুর রহমান, মিনারুল ইসলাম, সজিব আক্তার সাগর, আব্দুল কুদ্দুস, ওসমান গাজী ও মনিরুল ইসলাম। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে। শেষ দিনে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সহকারী রির্টানিং কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ জানান।

আরও খবর

Sponsered content