দেশজুড়ে

সাভারে নিখোঁজ ঠিকাদারের সন্ধানে থানায় জিডি

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

সাভারে নিখোঁজ ঠিকাদারের সন্ধানে থানায় জিডি

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে গত চার দিন ধরে এক ঠিকাদার নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ঠিকাদারের নাম তারা মিয়া (৫০)। এঘটনায় নিখোঁজ ওই ঠিকাদারের পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ওই ঠিকাদারের পরিবারের সদস্য সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকা থেকে তারা মিয়া নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার। গতকাল সকালে নিখোঁজের ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। এবিষয়ে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ ঠিকাদারের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে পুলিশ। গত কয়েক বছর ধরে তারা মিয়া সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ঠিকাদার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাভারের শিমুলতলা এলাকায় তিতাস গ্যাস অফিসের ভিতরে একটি রুমের মধ্যে সহকর্মীদের সাথে বসবাস করতেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার বাড়ারচড় গ্রামে।

আরও খবর

Sponsered content