বরিশাল

মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের দক্ষিন শাখারীকাঠি গ্রামের মজিবর রহমান মাঝির মেয়ে রুমানা আক্তারের সাথে ১৩ বছর পূর্বে আমুরবুনিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে জাকির শেখের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে ১ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই রুমানাকে চাপ দিয়ে আসছিলো। এক পর্যায়ে বাবার বাড়ি থেকে কিছু নগদ অর্থ এনে স্বামীর হাতে তুলে দেয়। তার কিছুদিন পরে আবারও যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। টাকা এনে দিতে বিলম্ব করায় রুমানাকে মারধর শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সেই ধারাবাহিকতায় গত সোমবার ২৮ সেপ্টেম্বর গভীর রাতে যৌতুকের দাবীতে স্বামী জাকির শেখ, শ্বশুর সোহরাব শেখ, মিলে রুমানাকে ঘুম থেকে ডেকে তুলে শিশু সন্তানের সামনে হাত – পা ও মুখ বেঁধে মারধর করে কানের ও নাকের স্বর্ণালংকার খুলে নিয়ে পরের দিন গত মঙ্গলবার দুপুরে এক কাপড়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।