দেশজুড়ে

যশোর কারাগারে পাঠানো হলো সাংবাদিক কাজলকে

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৩:৪২:৩৬ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলের সাদিপুর ভারতীয় সীমান্ত থেকেউদ্ধার হওয়াচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আদালত কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে গতকাল বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলকে জামিন মঞ্জুর হলেও কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে আটক দেখানো হয়

এছাড়াও মামলার নথিতে পূর্বে রাজধানীর তিনটি থানায় তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা উল্লেখ করা হয় ফলে ওইসব মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

সাংবাদিক কাজলের আইনজীবী দেবাশীষ দাস বলেন, বিজিবির দায়ের করা অবৈধ অনুপ্রবেশের মামলায় জামিন হয় তবে, গত , ১০ ১১ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর, হাজারীবাগ কামরাঙ্গির চর থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালত কোনো আদেশ দেননি তবে যশোর পুলিশের ৫৪ ধারায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

যশোর আদালত পুলিশের হাজতখানার ইনচার্জ এটিএসআই সন্তোষ কুমার বিশ্বাস বলেন, ৫৪ ধারায় দায়ের করা মামলায় আদালত সাংবাদিক কাজলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন নির্দেশনা মোতাবেক তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে

আরও খবর

Sponsered content