দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২০ , ৪:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন খবরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআরে পাঠিয়েছে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ।

 সরকারি নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা মত নিরাপদ অবস্থায় ইসলামী ফাউন্ডেশনের পিপিই পরিহিত ৪ জনের কাছে ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 
স্বাস্থ্য বিভাগ জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চরের বেপারীকান্দি গ্রামের রফিকুল গতকাল সকালে জ্বর-শ্বাসকষ্টজনিত কারণে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে বিকেল ৫টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে আইসোলেশন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে সে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত ৯টার দিকে মারা যায়। মৃত রফিকুল একজন চিহ্নিত যক্ষা রোগী ছিল। সে সরকারিভাবে যক্ষার চিকিৎসা গ্রহণ করছিলেন।

যেহেতু মৃত্যুর আগে তার শরীরে জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট ছিল এবং নড়িয়ায় যেহতু অনেক ইতালি প্রবাসী ফেরত এসেছে সেই ক্ষেত্রে মৃত্যুর কারণ জানতে এবং তার শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ ছিল কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই নমুনা সংগ্রহ করে তা আজ আইইডিসিআরে পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আহম্মেদ।

এদিকে, সে করোনা রোগী নয় এবং তার টিবি হয়েছিল এমন দাবিতে চিকিৎসার অবহেলার অভিযোগ আনে মৃত রফিকুলের পরিবার।

এদিকে দুপুরে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমানের সহযোগীতায় নড়িয়া থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় অল্প কয়েকজন মুসল্লি নামাজে জানাজা শেষে চন্ডিপুর সরকারি কবরস্থানে দাফন করেন।

আরও খবর

Sponsered content

তেঁতুলিয়ায় নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি

সৌদির কাছে আরও বিনিয়োগ চাইলেন প্রধান উপদেষ্টা

সৌদির কাছে আরও বিনিয়োগ চাইলেন প্রধান উপদেষ্টা

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : ৩ ডাকাতের আত্মসমর্পণ

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : ৩ ডাকাতের আত্মসমর্পণ

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

বিরিয়ানির সঙ্গে চেতনানাশক খাইয়ে কলেজছাত্রীকে অপহরণের ছক!

লংগদুতে জামায়াতের আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

লংগদুতে জামায়াতের আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত