রাজশাহী

রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৫:১০:৫২ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর খাদ্য গোডাউনে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল। এসময় উপজেলা ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম, খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।