বিনোদন

এবার ওয়েস্ট ইন্ডিজের অসহায় মানুষদের পাশে শাহরুখ খান

  প্রতিনিধি ১১ মে ২০২০ , ১:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

করোনা মোকাবিলায় ভারতে দুই হাত খুলে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন রাজ্যে। তার বিলাসবহুল অফিস দান করেছেন করোনা আক্রান্ত সন্দেহদের কোয়ারেন্টাইনের জন্য।

এবার শাহরুখ খান ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপে।
অনেকেই হয়তো জানেন না আইপিএল-এ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যেমন আছে, তেমনই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও একটি দলের মালিক। আর সেটিরও নাম নাইট রাইডার্স। তবে সামনে কলকাতার পরিবর্তে রয়েছে ত্রিনবাগো।
সম্প্রতি ত্রিনবাগো নাইট রাইডার্স সংকল্প নিল যে ত্রিনিদাদ ও টোবাগোতে যে সব মানুষ করোনা লকডাউনের জন্যে বিপদে পড়েছেন, তেমন এক হাজার গরিব মানুষের হাতে টিকেআর-এর তরফে তুলে দেওয়া হবে ১ হাজার খাবারের প্যাকেট। শাহরুখ খানের ট্যুইটেই এই খবর জানা গিয়েছে।

টিকেআর-এর সাপোর্ট স্টাফের সঙ্গে হাত মিলিয়ে এই সব খাবারের প্যাকেট বিলি করবেন স্থানীয় ক্রিকেট তারকা কাইরন পোলার্ড, ডোয়েন ব্রাভো, লেনডল সিমনস এবং সুনীল নারিনের মতো সুপারস্টার ক্রিকেটারেরা।

Powered by