চট্টগ্রাম

টেকনাফে গোলাগুলিতে ইয়াবা কারবারি নিহত, র‌্যাবের ২ সদস্য আহত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাতনামা এক ‘ইয়াবা কারবারি’ নিহত এবং র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহ আলম। তবে নিহত ইয়াবা কারবারির নাম-পরিচয় জানা যায়নি বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

শাহ আলম বলেন, ভোরে টেকনাফের শামলাপুর এলাকায় র‍্যাবের একটি দল টহলের সদস্যদের দেখতে পেয়ে কয়েকজন লোককে দৌড়াতে দেখেন। এ সময় লোকজনকে ধাওয়া দিলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে তারা গুলি ছুড়তে থাকেন। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ওই লোকজন পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যান। এ সময় গোলাগুলির ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখানে তল্লাশি করে পাওয়া যায় ১০ হাজার ইয়াবা, একটি চাকু, দেশীয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি।

তিনি আরও বলেন, ঘটনায় আহতকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, র‍্যাবের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content

বিশ্বকাপে ভালো খেলার প্রত্যাশা তাসকিন-মুশফিকের

বিশ্বকাপে ভালো খেলার প্রত্যাশা তাসকিন-মুশফিকের

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম ব্যুারো: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জ

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম ব্যুারো: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জ

পিকের আরেক বান্ধবী গ্রেফতার

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী