প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০ , ৪:২৯:০৯ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জানো প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিব ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা আলহাজ রুহুল আমিন।
আরো বক্তব্য রাখেন পুষ্টি কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজিজ, সিনিয়র মৎস কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, আফজালুল হক রাজু, সোহরাব আলী রাজু, জানো প্রকল্পের এপিএম রেজওয়ানুর রহমান রেজা প্রমুখ।