রাজশাহী

দুপচাঁচিয়ায় শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০ , ৪:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

দুপচাঁচিয়ায় স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এসডিও) এর সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় গরীব ও মেধাবী জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে সংস্থার কার্যালয়ে এসডিও এর নির্বাহী প্রধান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মর্তুজাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুন্নাহার, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, ডিএস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. আজিজুর রহমান, মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নাইজুল ইসলাম প্রমুখ।