রংপুর

সাদুল্যাপুরে বঙ্গবন্ধুর ম্যূরাল ঘিড়ে প্রশাসনের সতর্কতা

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০ , ৫:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে স্থাপন করা জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল ঘিড়ে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সার্বক্ষণিকভাবে সেখানে লাগানো হয়েছে চারটি সিসি ক্যামেরা। রাতে পাহারায় থাকেন পুলিশ এবং সাদুল্যাপুর বাজার বণিক সমিতির নৈশপ্রহরীরা।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বিভিন্ন স্থানে উগ্রবাদিরা দেশের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষ বহনকারীদের স্থাপনায় ভাংচুর চালাচ্ছে।

তাই যেকোন ধরণের নাশকতা এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ড থেকে রক্ষার জন্য সাদুল্যাপুর উপজেলায় স্থাপন করা একমাত্র মূরাল জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সতর্কতার সঙ্গে পাহারার ব্যবস্থা করা হয়েছে। ম্যুরাল ঘিড়ে ওই এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।

রাতে পাহারায় থাকে পুলিশ সদস্য এবং বাজারের নৈশপ্রহরীরা। মুক্তিযোদ্ধা সংসদের প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রক্ষার জন্য সাদুল্যাপুর মুক্তিযোদ্ধা সংসদের অর্থায়নে চারটি সিসি ক্যামেরা ক্রয় করা হয়েছে। পরে সেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে সাদুল্যাপুর উপজেলা নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে।

এই চত্বরেই অবস্থিত আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী বলেন, নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এখন সিসি ক্যামেরার আওতায়। তাই এখানে স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরাল ঘিড়ে কেউ কোন নাশকতার পরিকল্পনা করলে তিনি ধরা পরে যাবেন।

 

আরও খবর

Sponsered content