দেশজুড়ে

আল্লামা শফীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২০ , ১:৪৪:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে সুকৌশলে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের একাংশ ও তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর থেকেই তার পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছিলেন তাকে নির্যাতন করে মৃত্যু ত্বরান্বিত করা হয়েছে। আজও একই অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানী। তিনি বলেন, ইসলামের লেবাসধারী বাবুনগরীরা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এ সময় হেফাজতে ইসলামের আরেক নেতা মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লামা শফীর মৃত্যুর পর তড়িঘড়ি করে যেভাবে কমিটি দিয়ে বাবুনগরীকে আমির নির্বাচন করা হয়েছে, তা অবৈধ এবং তারা হেফাজতের মূলধারা নয়।

সংবাদ সম্মেলনে ‘হাটহাজারীতে জীবনের শেষ তিন দিন’ শীর্ষক একটি বই তুলে দেন সাংবাদিকদের হাতে। যেখানে তারা উল্লেখ করেন দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স আটকে রেখে অক্সিজেনের তার ছিঁড়ে ফেলায় আহমদ শফীর অবস্থা সংকটাপন্ন হয়।

আরও খবর

Sponsered content