প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ৪:৫০:৫২ প্রিন্ট সংস্করণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় বাণিজ্যিকভাবে উৎপাদনকৃত কেঁচো দিয়ে ভার্মি কম্পোষ্ট সার তৈরি কারখানা পরিদর্শন করেন খামার বাড়ি ঢাকা কৃষি অধিদপ্তরের এনএটিপি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মাছুমা ইউনুছ। বৃহস্পতিবার উপজেলার পারুল ইউনিয়নের ফকিড়া বড়দরগা গ্রামের কৃষক ফজলু মন্ডলের ভার্মি কম্পোষ্ট সার তৈরি কারখানা পরিদর্শন করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, বøক এর উপ-সহকারি কর্মকর্তা হোসেন আলী গাজী, সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকার ও তাজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই গ্রামে গত ২০১৯ সালে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে সিআইজি পুরুষ সমিতি গঠিত হয়। এরপর থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম(এনএটিপি-২) প্রকল্পের তত্ত¡াবধানে কেঁচো দিয়ে ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন শুরু করেন। গরুর গোবর ও কেঁচো দিয়ে তৈরি কম্পোষ্ট সার উপজেলা জুড়ে ব্যাপক চাহিদা তৈরি হয়।
ব্যাপক কম্পোষ্ট সারের চাহিদা হওয়ায় বর্তমানে ৮০ টি রিং ব্যবহার করে অধিক ভার্মি কম্পোষ্ট সার তৈরি করে পার্শ্ববর্তী উপজেলায় সরবরাহ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, আমরা আশা করি এ বছরে ওই কারখানায় ১শ মেট্রিক টন ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন হবে যা বিক্রয় করে কৃষকের খরচ বাদে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় হবে।