রংপুর

নবাবগঞ্জে ভুয়া পরিচয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টার অভিযোগ

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২১ , ৫:০৪:১৬ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে ভুয়া জমির মালিক পরিচয়ে ভারসাম্যহীন এক নারীর জমি রেজিষ্ট্রি চেষ্টার অভিযোগে আপন চাচার বিরুদ্ধে ভাতিজী সংবাদ সম্মেলন করেছে। গতকাল রবিবার নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাতিজি নিশরাত আল জেবিন। জেবিন উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের কন্যা ।

সংবাদ সম্মেলনে জেবিনের অভিযোগ পত্র থেকে জানা যায়, জেবিনের দাদা নুরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুরে খান সেনাদের হাতে নিহত হন, সেই শোকে তার দাদী মরিয়ম বেওয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মরিয়ম বেওয়ার নিজ নামীয় প্রায় ৩একর ২১শতক জমি থাকায় তার মানসিক ভারসাম্যহীনতা ও সম্প্রতি জেবিনের পিতা রফিকুল ইসলামের মারা যাওয়ার সুযোগে চাচা মো. মাহাবুর আলম ও তার মেয়ে জামাই উল্লেখিত দাদীর সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাত করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করা হয়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর নবাবগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে অন্য এক মহিলাকে মরিয়ম বেওয়ার নাম পরিচয়ে দিয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমানে এ জমি রেজিষ্ট্রির জন্য চাচা মাহাবুর আলম বিভিন্ন চেষ্টা তদবির অব্যাহত রেখেছেন।

সংবাদ সম্মেলনে নিশরাত আল জেবিন জানান, দাদীর জমি খোয়া যাওয়ার আশংকায় আমরা নিরুপায় হয়ে প্রশাসনসহ সকলের অবগতির জন্য সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম।

 

আরও খবর

Sponsered content