ঢাকা

আশুলিয়ায় ৫ জুয়াড়ী আটক

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৪:২২:৩৭ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া:

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫জুয়ারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৪।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। এরআগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় থকে জুয়ার আসর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-আব্দুল ওহাব (৩৩), মো: শহিদুল হক (৩২), বজলু (৩৩), মোসলে উদ্দিন রানা (৩৫) ও মো: সিরাজুল (৪২)।
র‌্যাব-৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কিছু অসাধু লোক জুয়া খেলার আয়োজন করে যুব সমাজকে নষ্ট করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধাবর রাত ১০টার দিকে ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার আসর থেকে হাতে নাতে ৫ জুয়ারিকে আটক করা হয়। সেই সাথে জুয়া খেলার কার্ড, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।
এবিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আমরা বিভিন্ন সময় ক্যাসিনো ও বিভিন্ন ধরণের জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। সেই ধারাবাহিকতায় গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আসামিরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

আরও খবর

Sponsered content