প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৩:৩২:২৫ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: লকডাউনের কারণে বিপাকে পড়া মানুষদের মাঝে দ্বিতীয় দফায় আবারো খাদ্যসমগ্রী বিতরণ করেছেন ফটিকছড়ি করোনেশন মড়েল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টাম মুহাম্মদ জসিম উদ্দীন। এর আগে প্রথম দফায় তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
১৮ মে দ্বিতীয় দফায় প্রায় ৬৫ পরিবারকে আবারো উপহার সামগ্রী বিতরণ করেছেন মাষ্টার জসিম। জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যাদের খাদ্যসামগ্রী দিচ্ছি তাদের সবার পরিচয় গোপন রাখার স্বার্থে রাতের বেলা তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি।