দেশজুড়ে

শরণখোলায় কীটনাশক খেয়ে কাঠ ব্যাবসায়ীর আত্মহত্যা

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৪:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পারিবারিক কলোহের জের ধরে আলামিন তালুকদার (৩২) নামের এক কাঠ ব্যাবসায়ী চালে দেয়া কীটনাশক বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেল উপজেলার রাজেস্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজেস্বর গ্রামের আঃ হামিদ তালুকদারের পুত্র আলামিন স্ত্রীর সাথে পারিবারিক কলোহের জের ধরে চালে দেয়া কীটনাশক বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওয়াশ করার পরেও তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে ওই দিন বিকেলে মোরেলগঞ্জ ফেরিঘাটে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লা আল সাইদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by