বাংলাদেশ

সমালোচকরাই আগে টিকা নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫২:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

যারা করোনার টিকা নিয়ে অপপ্রচার ও সমালোচনা করছিলেন, তারাই এখন আগে করোনার টিকা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৈশোর স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতেও আমরা অনেক ভালো আছি। আমাদের অর্থনৈতিক অগ্রগতি ভালো আছে। করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা রাস্তায় কাজ করেছে এবং তারাই আবার মানুষের সমালোচনা-কটাক্ষ শুনেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা কাজ করেছে বলেই ১৭ কোটি লোকের মধ্যে মাত্র ৮ হাজার লোকের মৃত্যু হয়েছে।

করোনার টিকা প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা নিয়েও অনেক সমালোচনা করা হয়েছে। অনেকে বলেছেন টিকা আসবেই না বাংলাদেশে, টিকা আসলেও কার্যকরী হবে না। যারা সমালোচনা করেছে এখন তারাই আগে টিকা নিচ্ছে।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ভালো না থাকলে সবকিছুই বৃথা হয়ে যাবে। যদি আমরা করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ না করতে পারতাম, তাহলে আজকে এখানে আপনারা সার্ভে রিপোর্ট প্রকাশ করতে পারতেন না। এখানে কোনো মিটিং করতে পারতেন না।

কিশোরদের স্বাস্থ্য প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা কী করছে, কোথায় যাচ্ছে এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কোনকিছুই অতিরিক্ত ভালো না। আমাদের খাবার-দাবারেও ব্যালেন্স ফুড গ্রহণ করতে হবে। শুধু ফাস্টফুড না, সেই সাথে ফলমূল শাকসবজিও খেতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ছেলে-মেয়েরা এখন মোবাইলে গেম খেলে। কিন্তু তারা মাঠে যায় না। মাঠের আলো-বাতাস তাদের গায়ে লাগে না। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ছেলে-মেয়েদের যেভাবে গাইড করব পরবর্তীতে তারা সেভাবেই গড়ে উঠবে।

মন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান সময়ের ছেলেমেয়েরা বই পড়েই না। লাইব্রেরিতে যায় না। একটা আইপ্যাডের মধ্যেও ৫০০ বই রাখা যায়। কিন্তু বই পড়তে আমরা ছেলে-মেয়েদের দেখি না। এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলিনুর, নিপোর্ট-এর ডিরেক্টর জেনারেল সুশান্ত কুমার সাহা,  ইউএসএআইডির জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা অফিসের পরিচালক জারজিস সিধওয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content