চট্টগ্রাম

ফেনীতে সড়কে ঝরে গেল আরেকটি তাজা প্রাণ

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৮:১৪:২১ প্রিন্ট সংস্করণ

ফেনী প্রতিনিধিঃ

শুক্রবার  (১৯ফেব্রুয়ারি) সকালে ফেনীর লালপোলের পরে সিলোনিয়া নামীয় স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সালাউদ্দিন অনিক নামে এক যুবক নিহত হয়!
অনিক ঢাকার যাত্রাবাড়ীতে তার বাসা,ঢাকা থেকে আজ ভোরে রাঙামাটি ভ্রমণে বেরিয়েছেন স্ব-পরিবারে। সকাল সাড়ে ৯ টার দিকে ফেনীর লালপোলের পরে সিলোনিয়া পোঁছলে ঘাতক লরী অনিকের বাইককে চাপা দেয় মুহুর্তেই তার নিথর দেহ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায়। অনিক তার ৭ জন বন্ধুকে নিয়ে ৬ টি বাইকে করে রাঙামাটি যাচ্ছিলেন , তার পরিবার যাচ্ছেন প্রাইভেট কার নিয়ে। অনিকের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে আছে।

আরও খবর

Sponsered content