সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারী হাসপাতালে প্রেরণ করলে রাত ১২ টার সময মারা যান। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাইকটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত জাফর উপজেলা ফকিরহাটস্থ সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্দ্বীপের মুছাপুর ৮ নং ওয়ার্ডের বাসিন্দ। তবে শিক্ষকতার কারণে দীর্ঘদিন যাবত সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় বসবাস করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক। জানাযায়, রাত আটটার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়, এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে প্রেরণ করলে রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।