প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৯:১২:৫৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা উদ্বোধনী সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
পটুয়াখালী পিএইচডি এর স্বাস্থ্য কো-অর্ডিনেটর মোঃ শাহ আলমের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পিএইচডি-ইএইচডি ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ মোমেন খান। ব্রিটিশ সরকারে অর্থায়নে এফসিডিও কনসার্ন ওয়াল ওয়াইড লিডে ইএইচডি প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন হেলথ অর্থ উপদেষ্ঠা মোঃ জাকির হোসেন।
আরও বক্তব্য রাখেন কনসোর্টিয়াম ডিরেক্টর সুমেন সেন গুপ্তা, ২৫০ শয্যা বিশিস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ মোহাম্মদ আবদুল মতিন, ডিআর আরএ ম্যানেজার মাহমুদুল হাসান ইমরান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর কাজল বরন দাস প্রমুখ। উল্লেখ্য যে, সাড়ে তিন বছর মেয়াদী ২০১৯-২০২২ এ প্রকল্পের মাধ্যমে মোট ২৬৮৫৩০৩ জনগোষ্ঠীর ১৪০৩৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ বরিশাল বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার এবং খুলনা বিভাগের তিনটি জেলার ৭টি উপজেলার অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ইএইচডি প্রকল্প। এর মধ্যে পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভাসহ গলাচিপা উপজেলা ও কলাপাড়া উপজেলা।