বাংলাদেশ

দক্ষিণ এশিয়াকে চাইলেই সমৃদ্ধিশালী করা যাবে: প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ৯:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করলে, বিশ্বের বুকে এই অঞ্চল সমৃদ্ধিশালী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে সবার সহযোগিতার কামনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণশক্তি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ অঞ্চলের মানুষের ভাগ্য আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এখন উন্নয়নশীল দেশ।

আরও খবর

Sponsered content