সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

রোববার সকাল ৮টা থেকে পটিয়া পৌর সদরের ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করে তারা। পরবর্তীতে পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকা, কলেজ গেট, উপজেলার শান্তিরহাট ও খরনা রাস্তার মাথায় সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কের যাত্রীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান জানিয়েছেন, তারা সকাল থেকে পটিয়ার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।