রংপুর

কুড়িগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৫:৩৪:১৯ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

স্বাধীনতা দিবসে বায়তুল মোকারম মসজিদ ও হাটহাজারির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা পরে দাদামোড়ে পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হামিদ, ছাত্রদলের সভাপতি আমিমুল ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।

 

আরও খবর

Sponsered content